;

Blog Details

‘Fabric Lagbe’ প্লাটফর্ম এর মাধ্যমে সহজেই মিলবে চাকরি!

আপনি কি ফ্রেশ গ্র্যাজুয়েট? অথবা ক্যারিয়ার পরিবর্তন করতে চাইছেন? অথবা আপনার কারখানা বা প্রতিষ্ঠানের জন্য কর্মকর্তা বা শ্রমিক নিয়োগ দিতে চান? টেক্সটাইল ও গার্মেন্টস রিলেটেড সকল ধরনের চাকরি মিলবে ‘Fabric Lagbe’ প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে।

আপনি যদি চাকরি প্রার্থী হন, তবে ‘Employee’ হিসেবে রেজিস্ট্রেশন করে আপনার সকল তথ্য ও অভিজ্ঞতা সহ আপনার CV আমাদের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট এর মাধ্যমে আপলোড করে দিন। আমাদের প্লাটফর্ম ব্যবহারকারী অসংখ্য নিয়োগকর্তা তাদের সুবিধা মত কর্মকর্তা বা শ্রমিক নিয়োগ দিতে পারবে। অপরদিকে চাকরি প্রার্থীরাও তাদের পছন্দ মত প্রতিষ্ঠানে নিজের যোগ্যতা তুলে ধরতে পারবে ও চাকরির সুযোগ পাবে।

আরও বিস্তারিত জানতে ‘Fabric Lagbe’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।

Hot Line :  09678-236 236

Email: support@fabriclagbe.com