বস্ত্র ও তৈরি পোশাক খাতের কাঁচামাল ও পণ্য বেচাকেনায় ডিজিটাল প্লাটফর্ম-- ফেব্রিক লাগবে এর যাত্রা শুরু। মঙ্গলবার রাজধানীর পল্টনে ই/আর/এফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, প্লাটফর্মটি ব্যবহারে এখাতের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পোশাক খাতের কাঁচামাল, পণ্য বেচাকেনার প্লাটফর্ম ''ফেব্রিক লাগবে''
