সংবাদ সম্মেলনে ফেব্রিক লাগবে ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম বলেছেন, গত ১০ বছর ধরে, টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। কাজ করতে গিয়ে দেখেছি ‘সুতা ক্রয় করা থেকে শুরু করে সাইজিং করে, মেশিনের সাহায্যে উইভিং করে, কাপড় বানিয়ে ডাইং ফিনিশিং করে, গার্মেন্টস ডেলিভারি করতে গিয়ে, যে পরিমাণ বাধা, সমস্যা, পণ্যের উৎসের খোঁজ করা, যোগযোগ করা, পণ্যের অর্ডার নেওয়া, পণ্য উৎপাদন করা এবং বিক্রি করতে গিয়ে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এ দিকে অনেক পরিশ্রম ও ব্যয়বহুল হওয়ার পরেও এ ব্যবসায়ে কাঙ্খিত সফলতা পাওয়া যায় না। লাভের মুখ দেখা যায় না। অনেক সময় ব্যবসায়িক দুর্যোগের কারণে সারা বছরের লাভ এক মাসেই অন্তর্হিত হয়ে যায়
পোশাক তৈরির ফেব্রিক মিলবে অনলাইনে!
