;

Blog Details

Textile & RMG সেক্টর কে ডিজিটালাইজ করার গুরুত্ব

Textile & RMG সেক্টর কে ডিজিটালাইজ করার গুরুত্ব: 
সময়ের যত পরিবর্তন হয়, ভোক্তাদের প্রয়োজনেও তত পরিবর্তন আসে। বর্তমানে সকল ক্ষেত্রকে ডিজিটালাইজ করা হচ্ছে। ভোক্তাদের চাহিদা পুরন করে তাদের খুশি রাখতে প্রস্তুত কারকরাও তাদের নিজ নিজ সেক্টর কে ডিজিটালাইজ করছে।
 টেক্সটাইল ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ও এর ব্যতিক্রম নয়। করোনা মহামারীর প্রভাব এখনও বিশ্ব অর্থনীতিতে বিরাজমান । বাংলাদেশেও এই রেশ থেকে বেরিয়ে আস্তে পারেনি। সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প। বিদেশ থেকে অর্ডার আসা কমেছে, ইনভেস্টমেন্ট ও কমেছে। তাছাড়া অর্ডার আসলেও ক্রেতারা দিয়ে দিচ্ছে নিত্য, নতুন শর্ত। ক্রমবর্ধমান এই চাহিদা পুরনে বাংলাদেশের এই শিল্পকে ডিজিটালাইজেসন এর কোনো বিকল্প নেই। টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে ডিজিটালাইজেসন, নতুন কাজের ধরণ নিয়ে আসবে এবং বিশ্বব্যাপী আরও ক্রেতাদের আকৃষ্ট করবে। এই ধারনা থেকেই নতুন নতুন ডিজিটাল মেশিন, উন্নত প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার হচ্ছে। এর সুফল ও পাওয়া যাচ্ছে অনেক। কিন্তু অর্ডার নেওয়া, ক্রেতার সাথে যোগাযোগ, সঠিক সময়ে পণ্য ডেলিভারি এগুলা এখনো ডিজিটালাইজ করা সম্ভব হয়নি। এই সমস্যার সমাধানের জন্যই Fabric Lagbe Limited নিয়ে এসেছে Textile & Readymade Garments Industries এ ব্যবহৃত যাবতীয় পণ্য ক্রয়, বিক্রয়, ট্রেডিং এবং সাপ্লাই এর জন্য বাংলাদেশের প্রথম ও একমাত্র  ওপেন ডিজিটাল মার্কেট প্লেস 'Fabric Lagbe' মোবাইল  অ্যাপ। টেক্সটাইল ও RMG পণ্য কেনাবেচা করা যাবে দর কষাকষির মাধ্যমে। প্রতারিত হবার সম্ভাবনা কমবে। পাশাপাশি এখানে নতুন Work order পাওয়া ও Job পাওয়ার সুবিধাও আছে। আরও বিস্তারিত জানতে ডাউনলোড করুন 'Fabric Lagbe' মোবাইল অ্যাপ।