FAQ
Get answers to the most frequently asked questions.
This is the first in Bangladesh very friendly, accessible, time and user-friendly Mobile Apps for Textile & RMG Industries with versatile benefits for Buyer, Seller, Manufacturer, Trader & Job Convenience in the market with the aspiration of a new type of revolution. Where we buy/sell as buyer or seller all products of Textile & Garment Industries like Cotton, Yarn, Fabrics, Trims & Accessories, Sizing, Readymade Garments, Dyeing, Processing, Chemicals, Machineries, Supply or Place Work Order for Factory and Employment of qualified persons in suitable places can be done directly and easily.
যে সকল সুবিধা পাওয়া যাবে Fabric Lagbe অ্যাপ এ-
- আপনার কারখানায় উৎপাদিত কাপড় ও সুতা সহজে ক্রয়- বিক্রয় করতে পারবেন
- গ্রে-কাপড়, ফিনিস কাপড় সহজে ক্রয়-বিক্রয় করতে পারবেন
- সহজে সরাসরি স্পিনিং মিল থেকে সুতা কিনতে পারবেন
- ডাইং মিল খুজে পাবেন হাতের স্পর্শে
- সাইজিং মিল খুজে পাবেন নিমিষেই
- অর্ডারের কারণে বন্দ কারখানা চালু করতে পারবেন কিংবা কারখানা কখনো বন্দ করতে হবে না অর্ডারের জন্য
- সঠিক বায়ার ও সঠিক দামে কাপড় ও সুতা বিক্রি করতে পারবেন
- হয়রানী ও দুশ্চিন্তা ছাড়া কা পড় ও সুতা বিক্রি করতে পারবেন
- নিশ্চিন্তে ও নগদে কাপড় ও কেমিক্যাল বিক্রি করতে পারবেন
- ভালো মানের ও ভালো দামের বায়ার পাবেন
- নির্ভরযোগ্য ও কমপ্লায়েন্স কারখানা পাবেন
- কারকানার উৎপাদন ঠিক রাখতে উপযুক্ত ও যোগ্য কর্মী খুজে পাবেন
- যোগ্য মালিক খুজে পাবেন
- আপনার মতামত সহজে দিতে পারবেন রিভিউ ও রেটিং এর মাধ্যমে
- সময়মত পন্য বুঝে পাবেন
- বাকিতে পন্য বেচার ঝামেলা থেকে মুক্তি এবং সব পন্য নগদে বিক্রি করতে পারবেন
- বায়ার ও কারখানার মালিক সরাসরি অর্ডার দিতে এবং নিতে পারবেন
- মধ্যস্থভোগীদের উপর নির্ভরতা কমিয়ে নিজেস্ব ব্র্যান্ডে নিজের যোগ্যতায় পণ্য বিক্রি বা কিনতে পারবেন
- মেনু থেকে login/signup এ প্রেস করুন।
- নিচে ডান সাইড থেকে Sign Up প্রেস করুন।
- এখানে আপনি বায়ার, সেলার অথবা এমপ্লয়ি হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। বায়ার হিসাবে রেজিস্ট্রেশন
- করলে আপনার নাম, নাম্বার, ই-মেইল, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন।
- সেলার হিসাবে রেজিস্ট্রেশন করতে আপনার তথ্যের সাথে আপনার প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা দিন।
- এর সাথেই আপনি কোন ধরনের পণ্য বিক্রি করবেন তা সেট করে দিন। প্রতিষ্ঠানের 'Trade License' ও আপনার 'NID' আপলোড করে সাবমিট করুন।
- এমপ্লয়ি হিসাবে রেজিস্ট্রেশনের জন্য আপনার তথ্য, বিস্তারিত ঠিকানা, NID, কর্মদক্ষতার সনদ, ছবি দিয়ে
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
- আপনার মোবাইলে পাঠানো OTP কোডটি বসান এবং অ্যাপ ব্যবহার শুরু করুন।
পাসওয়ার্ড রিকভারি করার জন্য সর্ব প্রথম ফ্যাব্রিক লাগবে অ্যাপ অথবা ওয়েব এর login পেজ এ যেতে হবে। যেই Number দিয়ে Account Open করেছেন সেই নাম্বারটি দিয়ে Forget Password অপশনটিতে Click করুন এবং ভেরিফিকেশন এর জন্য রেজিস্টারকৃত ফোন নাম্বারটি input করে Submit করুন এবং একটি OTP এর জন্য অপেক্ষা করুন। রেজিস্টারকৃত ফোন নাম্বারটিতে একটি OTP যাবে এবং সেই OTP টি OTP Verification Option এ বসিয়ে Submit করুন। OTP Submit করার পর Password Reset করার Option পেয়ে যাবে।
প্রথমে আপনি ড্যাশবোর্ডে login করুন। ড্যাশবোর্ড এ Profile নাম একটি Option পাবেন। 'Profile' Option এ ক্লিক করার পর Change Password নামে একটি Option পাবেন। Change Password অপসন এ Click করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন।
প্রথমে Seller Dashboard এ যাবেন। তারপর Product অপশনটিতে Click করবেন। Product অপশনটিতে Click করলে, আরো কিছু Option দেখতে পারবেন।
- Product Entry
এই option গুলো থেকে ''Product Entry'' অপশনটিতে Click করে প্রয়োজনীয় Information, Product Pictures & Price লিখে Submit করলেই আপনার প্রোডাক্টটি Entry হয়ে যাবে।
প্রথমে Seller Dashboard এ যাবেন। তারপর Products অপশনটিতে Click করবেন। Products অপশনটিতে Click করলে, আরো কিছু Option দেখতে পারবেন।
- Product Entry
এই Option গুলো থেকে ''My Post'' অপশনটিতে Click করলেই আপনি আপনার পোস্ট করা Product দেখতে পারবেন।
প্রথমে Buyer Dashboard এ যাবেন। তারপর Buy Requests অপশনটিতে click করবেন। Buy Requests অপশনটিতে click করলে, আরো কিছু option দেখতে পারবেন।
- Products Request
এই Option গুলো থেকে ''Products request'' অপশনটিতে click করে প্রয়োজনীয় Information, Product Pictures & Price লিখে Submit করলেই আপনার প্রোডাক্টটি Entry হয়ে যাবে।
প্রথমে Seller Dashboard এ যাবেন। তারপর Product অপশনটিতে Click করবেন। Product অপশনটিতে Click করলে, আরো কিছু Option দেখতে পারবেন।
1. My Accepted Bids
এই option গুলো থেকে ''My Accepted Bids'' অপশনটিতে Click করলে আপনি যেই Bid Accept করেছেন তা দেখতে পারবেন।
প্রথমে Seller Dashboard এ যাবেন। তারপর Product অপশনটিতে Click করবেন। ওখান থেকে My Post এ যাবেন। My Post থেকে আপনার পোস্ট দেখতে পারবেন এবং edit অপশনটিতে click করে পোস্ট edit করতে পারবেন।
আপনি রেজিস্ট্রেশন করার পরে আমাদের এডমিন প্যানেল থেকে এপ্রুভাল দেয়া হয়। এপ্রুভাল পাওয়ার পর আপনি product post করতে পারবেন।
আপনি Category select করতে ভুল করেছেন, অথবা ভুল তথ্য দিয়েছেন। পোস্ট Edit করে সঠিক তথ্য দিলে এপ্রুভ করা হবে।
আপনি সঠিক number/ email address দিয়েছেন কিনা চেক করুন। তার পরেও প্রব্লেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
প্যাকেজ কেনাটা কেন জরুরি? • আপনি যদি প্যাকেজ ক্রয় করেন তাহলে আপনি পটেনশিয়াল বায়ার ও সেলার পাবেন। • একজন একাউন্ট ম্যানেজার পাবেন, যিনি আপনাকে সকল বিষয়ে সহযোগিতা প্রদান করবেন। • আপনার কারখানার / বিজনেসের সাপ্লাই চেইন মেনেজ করা খুবই সহজ ও ফলোপ্রসু হবে। • যেকোনো সুতা, কাপড় সোর্সিং করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। • ফেব্রিক লাগবে এর সাথে লং টার্ম বিজনেস করার সুযোগ তৈরি হবে। • ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র 1.5% কমিশন দিতে হবে ফেব্রিক লাগবে কে। • প্রতিদিন আপনাকে নতুন নতুন ইনকোয়ারি দেওয়া এবং তাতে বিড করে ব্যবসা বৃদ্ধি করার সুযোগ পাবেন এবং আপনার রেভিনিউ বৃদ্ধি হবে। • আপনার মার্কেটিং এর খরচ কম হবে। • বায়ারের পক্ষ থেকে ওয়ার্ক অর্ডার পাবেন।
সাবস্ক্রিপশন/ প্যাকেজ বলতে আমরা বুঝাই এমন কিছু বিশেষ সুবিধা যা আমাদের জেনারেল কোন বায়ার অথবা কোন সেলার পাবে না।
অর্থাৎ যারা আমাদের সাবস্ক্রিপশন অথবা প্যাকেজ নিবে তাদের জন্য কিছু বিশেষ সুবিধা ফেব্রিক লাগবে প্রদান করবে।
- প্লাটিনাম প্যাকেজ
- গোল্ড প্যাকেজ
- সুপার সেভার প্যাকেজ(বায়ারের জন্য)
- সদস্যপদ হস্তান্তরযোগ্য নয়।
- সদস্যপদ বিক্রয়যোগ্য নয়
- সদস্যতার বৈধতা ৩৬৫ দিনের মধ্যে
- সদস্যদের NID / Passport থাকতে হবে
- যোগাযোগ এর ঠিকানা দিতে হবে।
- সদস্যদের কার্ড/আইডি/মোবাইল নম্বর অবশ্যই ব্যক্তিগত হতে হবে (সদস্যের মালিকানাধীন)
- সদস্য মৃত হলে সদস্যপদ বাতিল করা হবে
- সদস্যদের উপহার/ভাউচারের পাঠানোর জন্য জন্মদিন/বার্ষিকীর তারিখ উল্লেখ করতে হবে (জন্মদিন/বার্ষিকী)।
- fabriclagbe.com পূর্ব নোটিশে বা বাংলাদেশ সরকারের আদেশ দ্বারা বা নিয়ম ও প্রবিধান পরিবর্তনের মাধ্যমে যেকোনো অফার বা শর্ত পরিবর্তন করতে পারবে।